Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১২

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাবেক এম‌পি জেবুন্নেছা তাদের হেফাজতে আছেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনো জানানো হয়নি।’

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচনে জয়ী হন।

৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার জেবুন্নেছা আফরোজ টপ নিউজ বরিশাল সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর