পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কিছুদিন আগেই উড়াল দিয়েছিল বাংলাদেশ। আজ শারজাহতে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজ খেলতে গত সপ্তাহে আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ দল। এই সফরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছিল লিটন দাসকে। সিরিজের প্রথম ম্যাচেই টসের লড়াইতে হেরেছেন লিটন। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ– লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম সাকিব, তানভির ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
আরব আমিরাত একাদশ- মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলি, মোহাম্মদ জাওাদুল্লাহ।