Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে ইয়ামিন হত্যা: পুলিশ সদস্যসহ ৬ জন ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১২:০৫ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৪:০৩

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় পুলিশের চার সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৮ মে) সকালে তাদের হাজির করে পুলিশ। আসামিরা হলেন- নায়েক সোহেল, সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেন।

এছাড়া মোহাম্মদপুর এলাকায় আরেকটি মামলায় আনসার সদস্য ওমর ফারুক ও কেএম ফজলে রাব্বিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন মোট ছয়জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।

একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেন। একই সঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেন। ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন।

গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

ইয়ামিন হত্যা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর