Friday 20 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১২:৫৬

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার (১৮ মে) সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

দুদক জানায়, সম্পদ বিবরণীর নোটিশ জরিসহ শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে দুদকের অনুসন্ধানকারী দল। একইসঙ্গে আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মিলিয়ে দেখা হবে।

এর আগে, প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করা হয়েছে। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

এ ছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক।

সারাবাংলা/আরএম/ইআ

অবৈধ সম্পদের অনুসন্ধান শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর