Sunday 22 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু উত্তোলন বন্ধে কর্মহীন হাজারো শ্রমিক: নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৩:১০ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:৫৩

নদীর পাড়ে হাজারো শ্রমিকের মানববন্ধন কর্মসূচি।

সুনামগঞ্জ: জেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন নদী পাড়ের লাখো শ্রমিক। তাই দ্রুত নদী খুলে দেওয়ার দাবিতে হাজারো শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে দিকে যাদুকাটা নদীর দুই পাড়ের খেটে খাওয়া শ্রমিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন যাদুকাটা শ্রমিক ও ব্যাবসায়ী সমিতি সভাপতি,মো: আব্দুল সাহিদ ও সাধারণত সম্পাদক মো হাঁকিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ হওয়ায় নদীর দুই পাড়ের হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। আর কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তারা। অভাব-অনটনের কারণে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে যাদুকাটা নদী খুলে দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বালু উত্তোলন বন্ধ যাদুকাটা নদী শ্রমিকের মানববন্ধন কর্মসূচি