ঢাকা: এখন থেকে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের সময় পাসপোর্ট এসডোর্সমেন্ট ফি/চার্জ এবং সার্ভিস ফি/চার্জ/কমিশন আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। এর অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এমন নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে নির্দেশ জারির কারণ হিসেবে বলা হয়েছে, ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ/ফি/কমিশন- ইত্যাদি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তফসিলি ব্যাংকগুলো কর্তৃক অথরাইজড ডিলার (এডি) শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এসডোর্সমেন্ট ফি/চার্জ আদায়ের পাশাপাশি পৃথকভাবে সার্ভিস ফি/চার্জ/কমিশন আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ ব্যাংক অবহিত হয়েছে। এর ফলে ব্যাংক থেকে বা বৈধ পথে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহকরা নিরুৎসাহিত হচ্ছেন।
এ প্রেক্ষিতে বৈধ মাধ্যম থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহকদের উৎসাহিত করতে এ নির্দেশনা জারি করা হল- বলে সার্কুলারে বলা হয়েছে।