Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
লাহোরের মালিকের চোখে এখনো সাকিব ‘বিশ্বের সেরা অলরাউন্ডার’

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫ ১৪:৩০

সাকিবকে অভ্যর্থনা জানালেন লাহোরের মালিক সামিন রানা

পিএসএল খেলতে সাকিব আল হাসান এখন পাকিস্তানে। আজ লাহোর কালান্দার্সের হয়ে এই মৌসুমে প্রথমবার মাঠে নামবেন সাকিব। ম্যাচের আগে অনুশীলনের সময় সাকিবকে অভ্যর্থনা জানিয়েছেন লাহোরের মালিক সামিন রানা বলেছেন, সাকিব এখনো ‘বিশ্বের সেরা অলরাউন্ডার’।

পাকিস্তান সুপার লিগে এর আগেও তিনবার খেলেছেন সাকিব। তবে লাহোরের হয়ে এই প্রথমবার মাঠে নামবেন তিনি। ভারত-পাকিস্তান সংঘর্ষে সাময়িকভাবে বন্ধ ছিল এবারের আসরের খেলা। পরিস্থিতি শান্ত হয়ে নতুনভাবে মাঠে গড়াচ্ছে পিএসএলের গ্রুপ পর্বের বাকি অংশ।

বিজ্ঞাপন

আর এই সময়েই হঠাৎ সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর। গ্রুপ পর্বে লাহোরের বাকি আর এক ম্যাচ। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে লাহোর। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। অনুশীলনের সময় দলের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন সামিন।

সাকিবকে পরিচয় করিয়ে দিতে গিয়ে সামিন বলেন, ‘একটা বড় ধন্যবাদ জানাই সাকিবকে। আমি ও লাহোর কালান্দার্স পরিবার সম্মানিত বোধ করছি বাংলাদেশ থেকে আমাদের ভাই ও পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে স্বাগত জানাতে পেরে। পরিসংখ্যান ও পারফরম্যান্স তার হয়েই কথা বলে।’

লাহোরের মালিক সামিন আরও বলেন, সাকিবকে আরও আগেই খেলতে পারতেন তাদের হয়ে, ‘অনেকেই হয়তো জানেন না, সাকিব আরও আগেই লাহোরের হয়ে খেলতে পারত। ষষ্ঠ মৌসুমে আমরা সাকিবকে নিয়েছিলাম। কিন্তু সেই মৌসুমে সে আসতে পারেনি।’

অল্প সময়ের নোটিশে দলে যোগ দেওয়ায় সাকিবের ওপর দারুণ খুশি সামিন, ‘সাকিবকে আবার ধন্যবাদ শেষ সময়ে এসে আমাদের দলে যোগ দেওয়ার জন্য। কিছুদিন আগেই সে দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে আবার এখানে এসেছেন। আগের মতোই তিনি হাস্যজ্জ্বল ও এনার্জিটিক।’

বিজ্ঞাপন

আজ রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর। এই ম্যাচে জিতলেই প্লে-অফে পৌঁছে যাবে সাকিবের দল।

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫ লাহোর কালান্দার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর