Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৫:১৪ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৫২

অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ঢাকা: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। আপাতত তিনি আটক আছেন, গ্রেফতারের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়।’

ভাটারা থানার ওসি বলেন, নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

সারাবাংলা/এমএইচ/এমপি

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর