ফরিদপুর: ফরিদপুরের সদরপুর থানা ভাঙচুর, অস্ত্র ও মালামাল লুটের মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা হলেন— শাহজাহান শেখ (৫৭), মো. সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০)। তারা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট থানায় হামলা, ভাঙচুর ও বেশ কিছু অস্ত্র লুট হয়। এ ঘটনার মামলায় তারা আসামি। তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়াও, ইজিবাইক চুরির মামলায় ২ জন ও পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।