Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ফার্মের পেছনে মিলল কর্মচারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৬:১২

ঘটনাস্থল।

টাঙ্গাইল: জেলার কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে এক মুরগির ফার্মের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ মে) সকালে ফার্মের পেছনে স্থানীয়রা নিহতের মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়। মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। রোববার সকালে খবর পান তার ফার্মের পেছনে মরদেহ পড়ে আছে।

কালিহাতী অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, শনিবার (১৭ মে) রাতের যেকোনো সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পেছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ

কর্মচারীর মরদেহ উদ্ধার