Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:০৭ | আপডেট: ১৮ মে ২০২৫ ২০:৪৫

৩৫ জন সাংবাদিককে বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়েছেন। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। আজ ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে কেউ গুরুতর আহত হন। এমনকি এতে কেউ মারা যাননি।

সারাবাংলা/পিটিএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বহনকারী বাস সাতক্ষীরা সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর