Monday 16 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী অধিকার রক্ষায় যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২২:১৪ | আপডেট: ১৯ মে ২০২৫ ১০:৩০

ছবি সংগৃহীত

ঢাকা: নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এর আড়ালে জঘন্য ও ধ্বংসাত্মক সংস্কৃতিকে সমাজে প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধেও বাধা হয়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোববার (১৮ মে) নিজের ভেরিফায়েডে ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন সারজিস আলম।

এনসিপির এ নেতা বলেন, ‘নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটি কিউ এর মত জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয়, তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণব্যাধিগুলো যে-সব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে তাদের মানসিক চিকিৎসা করানো হোক। কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই সুযোগ আমরা করে দিতে পারি না।’

সারজিস আরও বলেন, ‘পতিতাবৃত্তির মত মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সঙ্গে ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পুনর্বাসন করা হোক।

সারাবাংলা/এফএন/এসআর

এনসিপি নারী অধিকার সারজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর