Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা শিক্ষার কারিকুলামে পরিবর্তন আসছে: ইআবি উপাচার্য

ইবি করেস্পন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:১৬

ইবি প্রেস কর্নারে চলছে মতবিনিময় আলোচনা।

মাদরাসার অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

রোববার (১৮ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

উপাচার্য বলেন, ‘আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেন একজন শিক্ষার্থী মাদরাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।’

আরবি বিশ্ববিদ্যালয়ের সেশন জট সম্পর্কে তিনি বলেন, ‘সেশন জট নিয়েও আমরা কাজ করছি। বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে। আগামী এক বছরের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জট থাকবে না।’

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস বিভাগের অধ্যাপক ও আইইইআরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাত কর্মরতসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) মাদরাসা শিক্ষার কারিকুলাম