Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিঙাপোতা হাওরের অভয়াশ্রম থেকে নিষিদ্ধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:৪২

নিষিদ্ধ জালে অগ্নিসংযোগ

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের মৎস্য অভয়াশ্রম থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৮ মে) দুপুরে উপজেলার ডিঙাপোতা হাওরের চিকাডুবি এলাকায় থেকে জালগুলো জব্দ করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

বিজ্ঞাপন

অভিযানে সাতটি চায়না দুয়ারি ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

জাল জব্দ জালে অগ্নিসংযোগ নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর