নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই দুঘটনা ঘটে।
নিহত শিশু রকি উপজেলার চারিগাঁও পাড়া গ্রামের অটোরিকশাচালক কামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালানোর পর সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন রকির বাবা চালক কামাল মিয়া। পরে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে বৈদ্যুতিক সংযোগ দেন। এ সময় শিশু রকি আটোরিকশার বডি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয়। শিশু রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘সত্যি দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।’