এই মৌসুম শেষে অ্যাস্ট ভিলা ছাড়ছেন তিনি, এটা অনেকটাই নিশ্চিত। ভিলা ছেড়ে কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ, সেটাই এখন বড় প্রশ্ন। শোনা যাচ্ছে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যেকোনো একটিতেই ঠাই হতে পারে এমির।
অ্যাস্টন ভিলার হয়ে গত কয়েক মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন এমি। এই সময়ে ৪২ বছর পর ভিলাকে তিনি নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগেও। তবে এই মৌসুম শেষেই ভিলাকে বিদায় বলতে যাচ্ছেন এমি। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে শেষ ম্যাচে ভিলার সমর্থকদের চোখের জলেই বিদায় বলেছেন বাজপাখি।
ভিলা ছেড়ে কোথায় যাচ্ছেন এমি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। এই গুঞ্জনে সবার আগে শোনা যাচ্ছে বার্সেলোনার নাম। গোলকিপার নিয়ে বেশ বিপাকেই আছে বার্সা। এই মৌসুমের শুরুতে টের স্টেগেনের ইনজুরিতে অবসর ভেঙে দলে ফিরেছিলেন সেজনি। এই মৌসুমে দুর্দান্ত খেললেও পরের মৌসুমে খেলা চালিয়ে যাবেন কিনা ৩৫ বছর বয়সী সেজনি, সেটা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে স্টেগানের ফর্ম নিয়েও দুশ্চিন্তায় আছে ক্লাব।
পরের মৌসুমের জন্য তাই একজন ভালো কিপার খুঁজছে বার্সা। আর এতেই তাদের নজর এমির উপরে। শোনা যাচ্ছে, মোটা অংকের টাকা খরছ করেই আগামী মৌসুমে এমিকে দলে ভেড়াবে কাতালানরা।
বার্সার পাশাপাশি গোলরক্ষক সংকটে ভুগছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। এই মৌসুমে লিগের তলানিতে থাকা ক্লাবটির কিপা ওনানার পারফরম্যান্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মৌসুম শেষে তাই নতুন কিপারের সন্ধানে নেমেছে ইউনাইটেড। নতুন কিপার হিসেবে এমিকে চাইছে ইউনাইটেড, এমনটাই বলছে ইংলিশ গণমাধ্যম।
বার্সা ও ইউনাইটেডের পাশাপাশি এমিকে চাইছে সৌদির ক্লাবগুলোর। বড় অংকের ট্রান্সফার ফিতে এমি যেতে পারেন সৌদি প্রো লিগের ক্লাবে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত এমি কোথায় যান, সেটা জানা যাবে আগামী মাসেই।