Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাতের নামে মামলা ছিল তাই গ্রেফতার হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৩:০৫ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:৪৩

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তার (নুসরাত ফারিয়া) নামে কি মামলা এর বিস্তারিত জানি না।

সোমবার (১৯ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কি করছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করে। তার বিরুদ্ধে তদন্ত শেষ হলে বলতে পারব।

তিনি বলেন, নুসরাত ফারিয়র নামে যদি মামলা থাকে তাহলে কি করব। না ধরলে আবার আপনারাই বলবেন আসামি ছেড়ে দিছেন।

এ সময় আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমীনের বিদেশ যাত্রা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

এর আগে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তাকে আজ সোমবার (১৯ মে) সকালে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সারাবাংলা/জেআর/ইআ

অভিনেত্রী নুসরাত ফারিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর