ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরুর গাড়ি আসবে, সেসব গাড়ির সামনে ব্যানার দিয়ে হাটের নাম লিখতে হবে। যেখানে সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।
সোমবার (১৯ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে বলেন, আমরা গরুর হাট ও ঈদের সময়ে নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের গরুর হাটগুলো যেন শৃঙ্খলার মধ্যে থাকে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরুর গাড়ি আসবে, সেসব গাড়ির সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হন, এজন্য ফাস্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে। এখন ৫ শতাংশ হাসিল নেওয়া হয়। আগামী বার যেন ৪ শতাংশ নেয়, সে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, আর ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পর ৩ দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলতে পারবে না। গণপরিবহণগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহণ করতে পারবে না। মানুষ পশু উভয় ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য। যারা এ নির্দেশনা মানবেনা তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।
এ ছাড়া গার্মেন্টসে মে মাসের মধ্যে বোনাস, ১-৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে, অযৌক্তিক কোন দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এই সময়ে দাবি নিয়ে অনেক সংগঠন মাঠে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কী না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেই পারে। এ জন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণ হবে।
তিনি বলেন, আমরা সব সময় বলি যেন রাস্তাঘাট বন্ধ করে এসব কর্মসূচি পালন না করা হয়। মানুষ যেন দুর্ভোগে না পরে। সাংবাদিকরা এক্ষেত্রে হেল্প করতে পারেন। আপনারা যা করেন পুলিশ কিছু করলে সেটা ফলাও করে প্রচার করেন। কিন্তু ভোগান্তির খবর প্রচার করলে এসব সমাধান হয়ে যেতো।