Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিকে অস্ত্র বানানো যাবে না- ভারতের প্রতি পাকিস্তানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন, যদি ভারত ইচ্ছাকৃতভাবে সিন্ধু নদীর পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

সোমবার (১৯ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তানের ২৪ কোটিরও বেশি মানুষের পানি বন্ধ করার চিন্তা শুধুমাত্র একজন উন্মাদের পক্ষেই সম্ভব। এটা আমাদের জন্য একটি রেড লাইন।’

বিজ্ঞাপন

তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি আশা করি সে সময় আসবে না, কিন্তু যদি আসে, তাহলে পুরো বিশ্ব এর পরিণতি দেখবে। পাকিস্তানের পানির প্রবাহ কেউ বন্ধ করার সাহস দেখালে, আমরা তা প্রতিরোধ করবো।’

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ভারত গত মাসে একতরফাভাবে দীর্ঘদিনের সিন্ধু জলচুক্তি স্থগিত করে।

তবে যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি এখনো উত্তপ্ত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক হুমকি পাকিস্তানের দিকে বয়ে যাওয়া সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা আবারও সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ এই ধরনের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে।

সারাবাংলা/এনজে

পাকিস্তান পানি বন্টন চুক্তি ভারত হুশিয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর