Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য ভারত যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৪:১০ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৬

জামিল আহম্মেদ।

বেনাপোল: চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জামিল আহম্মেদের পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/ইআ

বেনাপোল ইমিগ্রেশন যুবলীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর