Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর ভবনের গেট বন্ধ করে গান-বাজনা, সেবা ব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৫

নগর ভবনের প্রধান গেটের সামনে গান বাজনা করছেন ইশরাক সমর্থকরা।

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দাবি বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গেট বন্ধ করে এর সামনে গান বাজনা চালাচ্ছেন তার সমর্থকরা। এতে নগর ভবনের ভেতরে কেউ ঢুকতে না পারায় বন্ধ থাকে সেবা ও দাপ্তরিক কার্যক্রম।

সোমবার (১৯ মে) সকালে নগরভবনের সামনে ব্লকেড কর্মসূচি ঘোষণার পর নগর ভবনের প্রধান ফটকের সামনে মঞ্চ প্রস্তুত করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নগর ভবনের প্রধান গেটের সামনে ট্রাক দিয়ে একটি মঞ্চ প্রস্তুত করা হয়। এরপর নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য শুরু হয় গান বাজনা। এতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারায় বন্ধ থাকে সেবা ও দাপ্তরিক কার্যক্রম।

এদিকে, ব্লকেড কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায় আশপাশের এলাকায়। এতে ব্যাহত হয় সাধারণ মানুষের জন জীবন।

আন্দোলনকারীরা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মেয়র হিসেবে দ্রুত দায়িত্বে আমরা তাকে দেখতে চাই। অবিলম্বে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। শপথ না হওয়া পর্যন্ত দাবি আদায় না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এদিন, সকালে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, আজ সকাল ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, নগর ভবনের সামনে ছয়দিন ইশরাক সমর্থকদের আন্দোলন চলছে। ফলে কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর কর্মকর্তারা ভেতরে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির সেবা ও দাপ্তরিক কার্যক্রম।

বিজ্ঞাপন

গত বুধবার থেকে ইশরাককে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। পরে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগে চিঠিও দেন ইশরাক।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগষ্টের পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ইশরাক সমর্থক নগর ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর