Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গড়াই নদীতে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:২৮

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গড়াই নদীতে ওই মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে নৌ পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বিজ্ঞাপন

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখছে নৌ পুলিশ ও পুলিশের সদস্যরা ‘

সারাবাংলা/এইচআই

অজ্ঞাত নারী গড়াই নদী ভাসমান মরদেহ মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর