Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৪:৫৬

মুন্সীগঞ্জ: গত ৮ মে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৫ জন নিহতের ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জে আনা হচ্ছে। তার নাম ফয়সাল (৪৫)। তিনি ভোলার চরফ্যাশনের মো. ফারুকের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ‘দুর্ঘটনার পরে সিরাজদিখান থানায় ২০১৮ সালের সড়ক পরিবহনের ৯৮/৯৯/১০৫ এর ধারায় একটি মামলা দায়ের করা হয়। চালক ফয়সাল সে মামলার ১ নম্বর আসামি। দুর্ঘটনার পর থেকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, মামলার অপর দুই আসামি বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও চালকের সহকারী মো. সাইফুল ইসলাম শান্ত (২৬) কে ওই দিনই গ্রেফতার করে পুলিশ।

গত ৮ মে প্রসূতি রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় এম্বুল্যান্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে এম্বুলেন্সের চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় অ্যাম্বুল্যান্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৭ জন আরোহীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও চারজনকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

গ্রেফতার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর