রাজধানীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩৮
২৮ জুন ২০১৮ ০৯:৪৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ ও কাঁঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া খিলগাঁও এলাকা হতে ১৮ হাজার পিস ইয়াবাসহ পাঁচ নারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুন) রাত ৮টায় কাঠালবাগান পান্থপথ এলাকায় শুরু হয়ে অভিযান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
অভিযান শেষে পান্থপথে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের ফলে ব্যবসায়ীরা কোন ঠাসা হয়ে পড়েছে। এরপরেও কেউ কেউ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি ও সেবনের চেষ্টা করছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। বিক্রেতা ও সেবনকারী সবাইকে আটক করা হয়েছে।
অন্যদিকে মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বলেন, খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে। সেই সাথে পাঁচ নারী মাদক বিক্রেতাসহ সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইউজে/টিএম