Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএমপিভি আক্রান্ত রোগীর মৃত্যু, জরুরি ব্রিফিং ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৩:১২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ঢাকা: বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ ব্রিফিং ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীরই মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএমপিভি ভাইরাসে একজন মারা যাবার বিষয়ে পত্রিকায় নিউজের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আজ দুপুর ১টা ১৫ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি এক প্রেস ব্রিফিং করবেন।

আরও পড়ুন- দেশে প্রথম এইচএমপিভিতে আক্রান্ত সেই নারীর মৃত্যু

সারাবাংলা/জেআর/ইআ

এইচএমপিভি ব্রিফিং স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর