Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৫:৫০ | আপডেট: ২০ মে ২০২৫ ১৭:১৮

মাইনুল আহসান নোবেল কারাগারে।

ঢাকা: অপহরণের পর ধর্ষণের দায়ে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন।

এদিন নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন। তবে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

এর আগে, রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। অপহরণের পর বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

অপহরণ মামলা ধর্ষণ মামলা মাইনুল আহসান নোবেল

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর