গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে রুম্মান মিয়া ওরফে লিমন (২২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জমি থেকে সবজি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রুম্মান উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতের পাঠাগার ও সাহিত্য সম্পাদক ছিলেন। দুই সপ্তাহ আগে রুম্মান বিয়ে করেছেন।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোকলেছুর রহমান জানান, সকালে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে থেকে বরবটি তুলছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।