ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে পিকআপ চালকের মৃত্যু
২৮ জুন ২০১৮ ১০:১৩ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৩:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে কামরুল ইসলাম (২৬) নামের এক পিকআপ ভ্যান চালক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ জুন) ভোরে টঙ্গীর মিলগেটে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বাবার নাম আব্দুর রহমান।
নিহত কামরুলের আত্মীয় রফিকুল ইসলাম জানায়, তারা লালবাগ রহমতগঞ্জ এলাকায় থেকে পিকআপ ভ্যান চালাতেন। তারা দুজন মাল নিয়ে ময়মনসিংহ যান। সেখান থেকে রাতেই ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার ভোরে ঘুম আসায় কুড়িল বিশ্বরোডে পিকআপ দাঁড় করিয়ে দুজন ঘুমিয়ে পরেন।
হঠাৎ চার জন ছিনতাইকারী গাড়ির দরজা খুলে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে গেলে তিনি (রফিক) গাড়ির চাবি নিয়ে পালিয়ে যান। কিন্তু কামরুলের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়া কামরুলের হাতে বুকে সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত কামরুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিএম