চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় চাঁদা দাবি ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার শওকত আকবর সোহাগ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে।
জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং কর্মকর্তা ও শ্রমিকদের মারধরের ঘটনায় স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে কারখানার পরিচালক মো. কামরুল হোসাইন গ্রেফতার শওকত আকবর সোহাগসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আট থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সোমবার বিকেলে শওকত আকবরের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে ১০-১২ জন লোক ওই কারখানায় যান। তারা কারখানার মহাব্যবস্থাপক হাসিবুল হাসানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় হাসিবুল হাসান ও কারখানার প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সামাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মারধর করেন।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে কারখানায় চাঁদা দাবি ও মারধরের অভিযোগে করা একটি মামলায় শওকত আকবর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
সারাবাংলা/আরডি/এসআর