ঢাকা: বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ মে) টানা দ্বিতীয় দিনের মতো চলমান আন্দোলনে দেখা যায় ইউজিসির ফটক প্রাঙ্গণে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ এর প্রায় শতাধিক শিক্ষার্থী বসে রয়েছেন।
এ সময় তাদের হাতে নাম পরিবর্তনের দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা জানান, মন্ত্রীসভায় নীতিগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
এ অবস্থান কর্মসূচি সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, গতকাল সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য দিনরাত ব্যাপী ইউজিসিতে অবস্থান করছি। আমাদের যে যৌক্তিক নাম পরিবর্তনের দাবি নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তা পাইনি। তাই আমরা চাই, পরবর্তী কেবিনেটে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দাবি মেনে নেওয়া হোক। এ সময় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুততম সময় যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ার পর থেকেই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা জানান, নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সইসহ একটি আবেদনপত্র ইউজিসি ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও জানান, তারা বিশ্ববিদ্যালয়টির জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো- বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের। যদিও, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনো ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামই দেখা যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি, গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করে সরকার। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দিয়ে ‘গাজীপুর’ যুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। গেজেট প্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।