Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বিজ্ঞান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৮:৩৬

বিজ্ঞান মেলা

টাঙ্গাইল: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ মিঞা প্রমুখ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।

টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করেছে । মেলায় ৩৬ টি স্টল স্থান পেয়েছে।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল বিজ্ঞান মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর