নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে অধ্যক্ষ আমিনুল ইসলাম বিভিন্ন দুর্নীতি, স্বেচ্ছচারিতা, অর্থ আত্মসাৎ, শিক্ষক- কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ ও শিক্ষার্থীদের হয়রানি করে আসছেন। এমন পরিস্থিতিতে কলেজ রক্ষায় তার পদত্যাগের বিকল্প নেই।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে আদর্শ নগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা শ্লোগান দেয় তারা।