ঢাকা: সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ ৯টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৯৬৯ কোটি টাকা।
এছাড়া বৈঠকে দুটি প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ওই দুই প্রকল্পে ব্যয় বাড়ছে ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জানানো হয়, এটি চলতি বছরের ২৮তম এলএনজি কার্গো আমদানি। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই কার্গো সরবরাহ করবে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার টাকা।
বৈঠকে সার ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতারের ওসিপি নিউট্রিক্রপস থেকে ১২তম (ঐচ্ছিক-৩) লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এ সার আমদানি করবে। প্রতি মেট্রিক টন ৬৬৫ ডলার দরে বাংলাদেশি টাকায় এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা।
অন্যদিকে ১৬তম লটের আওতায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে। প্রতি মেট্রিক টন ৪১৭.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।
বৈঠকে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সড়ক-সেতু-কালভার্ট পুনর্বাসন ও পুনঃনির্মাণ সংক্রান্ত পূর্তকাজের দুটি পৃথক প্যাকেজের কাজের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ ১৫ এর কাজটি করবে যৌথভাবে- মোস্তফা জামান ট্রেডার্স, মেসার্স মোস্তফা কামাল ও মেসার্স ইডেন প্রাইজ। এতে ব্যয় হবে ১৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকা।
আর প্যাকেজ-১৬ এর কাজটি করবে যৌথভাবে- মীর হাবিবুল আলম ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার টাকা।
বৈঠকে কক্সবাজার ও যশোরে ১০ তলা ভবন বিশিষ্ট আনুষঙ্গিক সু্বিধাসহ ৫০০ শয্যা বিশিষ্ট দুটি পৃথক হাসপাতাল নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজার হাসপাতালটি নিমাণ করবে ‘দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ২৩৭ কোটি ৯৩ লাখ ৮২ হাজার টাকা।
আর যশোরের হাসপাতালটি নির্মাণ করবে যৌথভাবে এইচএসএল ও আরসিসিএল। এতে ব্যয় হবে ২৩১ কোটি ৯৫ লাখ টাকা।
বৈঠকে ফেনী জেলা্য় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক প্রশস্তকরণ ও ফেনী নদীর উপর শুভপুর সেতু নির্মাণের প্যাকেজ-০৫ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘মনিকো লিমিটেড’। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার টাক।
বৈঠকে নির্বাচন কমিশনের জন্য ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এটি সরবরাহ করবে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান ‘বিএমটিএফ লিমিটেড’। এতে ব্যয় হবে ৪০৬ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা।