Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ কল্যাণ নিশ্চিত করতে পারবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৯:০২ | আপডেট: ২০ মে ২০২৫ ১৯:১৮

খুলনায় মতবিনিময় সভায় মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি, তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ কোনো কল্যাণ নিশ্চিত করতে পারবে না।

মঙ্গলবার (২০ মে) বিকেলে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়াস্থ আইএবি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারী নীতিমালায় নারী ও পুরুষকে সাংঘর্ষিক করে উপস্থাপন করা হয়েছে। অথচ বাংলাদেশে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক পরিপূরক।’

তিনি আরও বলেন, ‘অতীতের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কেননা শাসকদের অন্তরে আল্লাহর ভয় ছিল না, ক্ষমতাই তাদের মূল উদ্দেশ্য ছিল। যে সরকার ক্ষমতায় আসে দেশের সমস্ত টার্মিনাল তাদের দখলে নিয়ে চাঁদাবাজি করে। পরবর্তী সরকার আসলে ঐ টার্মিনাল তাদের দখলে যায়। অবাধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে।’

ইউনুছ আহমাদ বলেন, ‘ইসলামী আন্দোলন ইসলামী আইন চায়, খোদা ভীরু লোকের শাসন চায়। এর বিপরীতে বর্তমান অবস্থা চলতে থাকলে কেয়ামত পর্যন্ত মানুষ এবং দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।’ তিনি ইসলামী আন্দোলনের সমস্ত নেতা কর্মীদের ইসলামের আদর্শ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন এর পরিচালনায় বক্তৃব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ইসলামী আন্দোলন খুলনা নিবার্চন মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ