Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০৫

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৯:৪১

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩ জন আসামিকে এবং অন্যান্য ঘটনায় ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩ জন আসামিকে এবং অন্যান্য ঘটনায় ৫৯২ জনসহ মোট ১ হাজার ৬০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দুই নলা বন্দুক, তিনটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি কিরিচ ও একটি মটর সাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এমপি

আটক গ্রেফতার ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর