দীর্ঘদিন যাবত বন্ধ সরকারি তিতুমীর কলেজের ছাত্রাবাস। ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি নিয়ে সম্প্রতি আন্দোলন করে আসছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যেই ছাত্রাবাস খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী ১ জুন কলেজের শহীদ মামুন হোস্টেল উদ্বোধন করা হবে। এছাড়া আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়ার্ক অর্ডার প্রাপ্তির ৯০ দিনের মধ্যে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকারি তিতুমীর কলেজের ছাত্রাবাস সংশ্লিষ্ট বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ২টায় কলেজ প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের নিরাপত্তা, শৃঙ্খলা ও হোস্টেল পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সকল হোস্টেল সুপার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও নির্মাণ সংশ্লিষ্ট ঠিকাদারগণ।
সভায় শিক্ষার্থীদের দাবির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ মামুন ছাত্রাবাসের নির্মাণকাজ আগামী ৩০ মে’র মধ্যে সম্পন্ন করে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী ২৫ মে প্রকাশ করা হবে শহীদ মামুন ছাত্রাবাসে সিটপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাতালিকা। নির্বাচিত শিক্ষার্থীদেরকে ৪ জুনের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ৮০০০ টাকা হোস্টেল ফি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ১ জুন ২০২৫ তারিখে শহীদ মামুন ছাত্রাবাসের শুভ উদ্বোধন এবং ১ জুলাই থেকে শিক্ষার্থীদের আবাসিক বসবাস শুরু করা হবে।
এছাড়াও আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়ার্ক অর্ডারপ্রাপ্তির ৯০ দিনের মধ্যে আবাসিক ব্যবস্থা চালু করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।