Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:৫৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১০:০৪

ঢাকা: ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তবে তাদের চাকরি ছাড়ার কোনো কারণ জানা যায়নি।

মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

সহকারী পুলিশ সুপার পদের চাকরি ছেড়ে দেওয়া ব্যক্তিরা হলেন- ৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।

বিজ্ঞাপন

চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এই কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ/এইচআই

এএসপি চাকরি ছাড়লেন বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর