ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে সৃষ্ট মামলায় হয়রানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে গণগ্রেফতার এবং হয়রানি বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একইসঙ্গে এ আন্দোলনে গণহত্যা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংস্থাটি।
মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ মে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যথাযথ প্রমাণ দাখিল না করে; শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এরূপ ঢালাওভাবে এফআইআরে আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করা হচ্ছে। এভাবে হয়রানিমূলক মামলা দায়ের করা হলে প্রকৃত মামলাসমূহের দ্রুত তদন্ত সম্পন্ন এবং প্রকৃত অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে; যা মূলত জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মূল ধারাকে বিঘ্নিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিগত বছরগুলোতেও ঢালাওভাবে রাজনৈতিক চরিতার্থ হাসিলের জন্য এ ধরনের হয়রানিমূলক মামলা দায়ের করা হতো।’