নীলফামারী: নীলফামারী সদর উপজেলার যাদুরহাট এলাকায় চাড়ালকাটা নদীতে ডুবে রিফাত হোসেন (৮) ও নিয়াজ উদ্দিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার কারা হয়।
মৃত রিফাত হোসেন সদর উপজেলার নতিফ চাপড়া বারাইপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে। নিয়াজ উদ্দিন মোহাম্মদ লোকমান হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্বজনরা জানায়, দুপুরে মাদরাসা পড়ুয়া দুই শিশু খেলতে বের হয়। বিকেলে নদীর পাশের একটি ডোবায় স্যান্ডেল দেখতে পাওয়া যায়। সন্দেহ শুরু হলে নদীর তীরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।