Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০৬ কোটি টাকার ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কিনছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:০৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১০:০৫

ব্ল্যাংক স্মার্ট কার্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৪০৬ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৮৪০ টাকার ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কিনছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই কার্ড কেনার অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে প্যাকেজ নম্বর জিডি-১৬.১-এর আওতায় ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৪০৬ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বিএমটিএফ লিমিটেড থেকে ক্রয়নীতি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ব্ল্যাংক কার্ড কেনা হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম

টপ নিউজ ব্ল্যাংক স্মার্ট কার্ড সরকার

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর