Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:০৩

প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪৩)। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্য রেজাউল করিম মোটরসাইকেল যোগে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিল। যাওয়ার পথে মেঘলা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা সাঙ্গু ট্রাভেল এর একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন রেজাউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ছরওয়ার বলেন, সাঙ্গু ট্রাভেল বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

নিহত সড়ক দুর্ঘটনা সেনা সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর