Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৭ বছরের শিশুকে চারদিন ধরে ধর্ষণের অভিযোগ

লোকাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:৩৩

প্রতীকী ছবি

শার্শা: যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে পুলিশ জানিয়েছে।

সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি নিজে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুইজন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় গত ৪ দিন তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে ধর্ষণ করেছে।

তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে শিশুটিকে ফের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে এবং তার মাকে জানায়। পরে ভুক্তভোগী ওই শিশুকে জিজ্ঞেস করলে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায় শিশুটি।

নাভারন সার্কেলের এসপি নিশাদ আল নাইহান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই

৭ বছরের শিশু ধর্ষণ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর