খুলনা: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পেশাদারিত্বের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তিনি বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই পেশাটি শক্তিশালী না হলে রাষ্ট্র কাঠামোও দুর্বল হয়ে পড়ে। প্রেস কাউন্সিল সাংবাদিকদের খবরদারি প্রতিষ্ঠান নয়। তবে একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। যেন তার লেখনীর মাধ্যমে কোনো ভুল তথ্য প্রকাশ না পায়।’
ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মো. মোস্তফা সরোয়ার, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), আব্দুর রাজ্জাক রানা, কে এম জিয়াউস সাদাত, মুহাম্মদ নূরুজ্জামান, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকরা।