Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনের আচরণবিধি-ভোটকেন্দ্র নিয়ে কমিশন বৈঠক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১১:৩৫ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:০৪

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা।

‎বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

‎সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

‎সভার আলোচ্যসূচিতে রয়েছে- রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; এবং বিবিধ।

‎অন্তর্বর্তী সরকারের সময়ে ভোটের সময় আচরণবিধিতে প্রচারণায় কিছু বিধি নিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে।

‎এছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

‎সার্বিক বিষয়ে এ কমিশন সভায় আলোচনা হতে পারে বলে জানান কর্মকর্তারা।

সারাবাংলা/এনএল/ইআ

আচরণবিধি আসন্ন সংসদ নির্বাচন কমিশন বৈঠক ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর