ঢাকা: রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সভার আলোচ্যসূচিতে রয়েছে- রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; এবং বিবিধ।
অন্তর্বর্তী সরকারের সময়ে ভোটের সময় আচরণবিধিতে প্রচারণায় কিছু বিধি নিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে।
এছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
সার্বিক বিষয়ে এ কমিশন সভায় আলোচনা হতে পারে বলে জানান কর্মকর্তারা।