যুক্তরাষ্ট্রের ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকি!
৬ নভেম্বর ২০২৪ ০৩:১১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১১:১২
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের সময় একাধিক ভোটকেন্দ্রে বোমা হামলা হতে পারে বলে হুমকি রয়েছে— এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তারা জানিয়েছে, এসব হুমকির বেশ কয়েকটি এসেছে রাশিয়া থেকে। সেগুলোর কোনোটিই অবশ্য বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি বলেও এফবিআই জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সুইং স্টেট জর্জিয়ায় বোমা হামলার হুমকির পর ভোটদানে বাধা পড়েছে বলে সেখানকার কর্তৃপক্ষের ঘোষণার কিছূ সময়ের মধ্যেই এফবিআই এমন সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির মুখপাত্র সাভানাহ সিমস এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বোমা হামলার হুমকির বিষয়ে আমরা জেনেছি। সেগুলোর অনেকগুলোই রাশিয়ার ইমেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে সাভানাহ সিমস বলেন, বোমা হামলার হুমকিগুলোর কোনোটিই এখন পর্যন্ত আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোটের জন্য ‘হুমকি’ বিবেচনায় গ্রেফতার ২
বোমা হামলার হুমকি রাশিয়া থেকে এসেছে বলে জানিয়েছেন জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্র্যাড রাফেনসপার্জারও। তিনিও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে ভোটের জন্য হুমকি হিসেবে সন্দেহভাজন দুজনকে মিশিগান থেকে গ্রেফতার করে এফবিআই। তাদের মধ্যে একজন সরাসরি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত। অন্যজনের বিরুদ্ধে গত দুই বছর ধরে ডেমোক্র্যাটদের সঙ্গে যুক্ত একটি ‘অজ্ঞাত রাজনৈতিক অ্যাকশন কমিটির’ (পিএসি) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে ভোটের দিন (মঙ্গলবার, ৫ নভেম্বর) গোটা যুক্তরাষ্ট্রেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচনি সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা যেকোনো ধরনের হুমকি শনাক্ত করতে ওয়াশিংটনে ‘ন্যাশনাল ইলেকশন কমান্ড’ স্থাপন করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
অরেগন, ওয়াশিংটন ও নেভাদা রাজ্যে নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডকে মাঠে নামিয়েছে সরকার। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১৭টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের ছয় শ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
সারাবাংলা/টিআর
এফবিআই ভোটকেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ হামলার হুমকি হুমকি