পিএসএলের শেষভাগে এসে হঠাৎ করেই ডাক পেয়েছিলেন তিনি। ছাড়পত্র পেয়ে লাহোর কালান্দার্সের হয়ে খেলাটা আগেই নিশ্চিত করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। লাহোরের হয়ে খেলতে আজ পাকিস্তানে পা রেখেছেন মিরাজ।
সাকিব আল হাসানের পর মেহেদি মিরাজকেও দলে নিয়েছিল লাহোর। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে প্লে-অফে পৌঁছে গেছেন তারা। প্লে-অফকে সামনে রেখেই মিরাজকে দলে নিয়েছে লাহোর। বিসিবির ছাড়পত্র পেয়ে দুদিন আগেই লাহোরের হয়ে খেলা নিশ্চিত করেছিলেন মিরাজ।
গত ২০ মে সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করেন মিরাজ। আরব আমিরাতে ট্রানজিটের পর আজ সকালে লাহোরে পৌঁছান মিরাজ। সেখানে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
মিরাজকে স্বাগত জানিয়ে লাহোর তাদের ফেসবুক পেজে দিয়েছে বিশেষ বার্তা, ‘স্পিন উইজার্ড শহরে চলে এসেছে। পিএসএলের বাকি অংশ খেলতে মিরাজ এখন লাহোরে। কালান্দার ভক্তরা, চলুন আমাদের কালান্দার ভাইকে স্বাগত জানাই।’
আগামী ২২ মে প্রথম এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর। ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।