Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারপাশে আন্দোলন, সচিবালয়ের নিরাপত্তা জোরদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২১ মে ২০২৫ ১৫:৫৯

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: প্রজ্ঞাপন জারি করে সচিবালয়ের চারপাশে আন্দোলন কর্মসূচি পালন না করার নিষেধাজ্ঞা জারি করা হলেও কার্যত তা মানা হচ্ছে না। প্রতিদিনও কোনো না কোনো সংগঠন বা গোষ্ঠী দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘিরে।

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের সবগুলো গেট বন্ধ। আর সেই বন্ধ গেটের সামনে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে একটি মিছিল বের করেন কয়েকজন চাকরি প্রত্যাশী। তাদেরকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। তারা শ্লোগান দিতে দিতে জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে গন্তব্যে পৌঁছাতে না পরে ওসমানীর সামনেই তাদের কার্যক্রম শেষ করতে হয়।

সচিবালয়ের উল্টোদিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কিছু চাকরিতে নিয়োগ না পাওয়া কিছু চাকরি প্রত্যাশী। এদিকে পল্টন ও প্রেসক্লাবেও ছিলো কয়েকটি সংগঠনের আন্দোলন কর্মসূচি। আর এই আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সচিবালয়ের গেট বন্ধ থাকায় শতাধিক দর্শনার্থী ও কর্মকর্তা কর্মচারীর প্রবেশ বাধাগ্রস্ত হয়। তারা রোদের মধ্যে এক ঘণ্টা ধরে সচিবালয়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর সীমিত আকারে শুধু ১ নম্বর গেট খুলে দেওয়া হলে সকলে ভেতরে প্রবেশ করতে পারেন।

সচিবালয়ের সামনের অংশে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, এখানে আন্দোলন, সমাবেশ নিশেধ করা সত্তেও এখানে প্রতিদিনই নানা ধরনের দাবি নিয়ে বিভিন্ন সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান আন্দোলন কর্মসূচী পালন করছে। এতে সচিবালয়ের মত একটি জায়গার আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেই চিন্তা থেকেই আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। ভেতর ( সচিবালয়) থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছে গেট বন্ধ রাখার। তাই আমরা সবগুলো গেট কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলাম। এখন সবকিছু স্বাভাবিক।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষকদের একটি অংশের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন কর্মসূচী পালন করেন। একই সময়ে আরো দুইটি সংগঠন
আন্দোলন কর্মসূচী পালন করে। প্রেসক্লাব থেকে আরেকটু এগিয়ে মৎস ভবনের সামনের রাস্তায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। তারা অবস্থান নিয়েছেন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার পথে। এছাড়া তার অনুসারীদের আরেকটি অংশ ডিএনসিসির নহর ভবনের নামনে অবস্থান নিয়েছেন।

সারাবাংলা/জেআর/এমপি

নিরাপত্তা সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর