Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৫:৪২

নীলফামারী: জেলার সৈয়দপুরের বালাপাড়া থেকে গোয়ালঘরের দরজার তালা লাগানোর কড়া ভেঙে এক ব্যাক্তির পাঁচটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাপাড়ার মুদি দোকানী আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রাতের কোনো এক সময় চোরেরা গোয়ালঘরের দরজার তালা লাগানোর কড়া কেটে গরুগুলো নিয়ে যায়। এ সময় হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন তা টের পায়নি। সকালে উঠে দেখে দরজা খোলা এবং গরুগুলো নেই।

বাড়ির বাইরে রাস্তায় পিক-আপের চাকার দাগ। তাই ধারণা করা হচ্ছে, গরু চুরি করে পিক-আপে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গরুগুলোর দাম প্রায় পাঁচ লাখের বেশি টাকা বলে দাবি করছেন তারা। গত এক মাসে ওই এলাকায় মোট ১০টি গরু চুরি হয়েছে বলে তথ্য মিলেছে।

এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন মুঠোফোনে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গরু চুরির ঘটনা বেড়েছে। কুরবানী যত এগিয়ে আসছে চোরেরা ততো বেশি তৎপর হয়ে উঠেছে। কষ্ট করে গরু পালনকারীরা এতে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন।’

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘গরু চুরির কোনো তথ্য জানি না। এ সংক্রান্ত কোনো অভিযোগও পায়নি। তবে খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

গরু চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর