Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এক খামার থেকে ১৮ গরু চুরি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৬:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:১৯

সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ার এক খামার থেকে ১৮টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সামনে এ আর এইচ এগ্রো খামারে এ ঘটনা ঘটে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সারাবাংলাকে জানান, মঙ্গলবার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ব্রীক ফিল্ড এলাকায় এ আর এইচ এগ্রো ফার্ম নামে একটি খামার থেকে গরু চুরি হয়েছে। বাছুরসহ আনুমানিক ১৮টি উন্নতজাতের গরু চোরেরা ট্রাকে করে নিয়ে গেছে। খামারের মালিক দেশে থাকেন না। তাই এখনও কোনো মামলা রুজু করা হয়নি।’

বিজ্ঞাপন

ওসি নাজমুন নূর বলেন, ‘আমি সকাল আটটা থেকে ঘটনাস্থলে আছি। যারা চুরি করেছে তারা সবাই পেশাদার চোর। সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। এর আগেও কয়েকবার তারা গ্রেফতার হয়েছিল। পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করেছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা খামারের প্রহরী আবদুল মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পাঁচ ঘণ্টা যাবত তাকে জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের একেকরকম কথা বলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তার সহায়তায় গরুগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/এইচআই

গরু চুরি চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর