Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৬:৩১ | আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৫৫

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞা পাওয়া বাকিরা হলেন- প্রতিষ্ঠানটির সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম, আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন ও ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী।

দুদকের আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করছে দুদক। তারা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

সারাবাংলা/আরএম/ইআ

এনবিআর সাবেক চেয়ারম্যান দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর